Main Menu

বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ ফুটবলের আর এক বছরও বাকি নেই। আগামী বছর জুনেই শুরু হবে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। তবে অনেক আগে থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি। ফিফা ঘোষণা দিয়েছে, অনলাইনে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকেই ছাড়া হচ্ছে বিশ্বকাপের টিকিট।

বিশ্বকাপে সবচেয়ে কম মূল্যের টিকিট হচ্ছে ১০৫ ডলারের। তাও গ্রুপ পর্বের ম্যাচগুলোর মূল্য এটা। সবচেয়ে বেশি টিকিটের মূল্য ১১০০ ডলার। এই মূল্যটা আবার ফাইনালের।

ফিফা জানিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে যে টিকিটগুলো বিক্রি হবে সেগুলো হবে দুই ধাপে। প্রথম ধাপে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে দ্বিতীয় ধাপে যাওয়ার প্রয়োজন নেই। প্রথম ধাপে বিক্রি শেষ না হলেই কেবল দ্বিতীয় ধাপে যাবে।

ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামুরা বলেন, ‘আমরা এমনভাবে টিকেটিং সিস্টেমটা করতে চাই, যাতে সব ধরনের সমর্থকরা এই সুবিধা অর্জন করতে পারে। কারণ, সমর্থকরাই হচ্ছে বিশ্বকাপের প্রাণ।’

Share





Related News

Comments are Closed