Main Menu

চট্টগ্রামে ৮০০ টাকার ইলিশ ৩০০ টাকায়

বৈশাখী নিউজ ডেস্ক: বন্দর নগরী চট্রগ্রামে মাছের বাজারে দাম কমেছে। ৮০০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। সব ক্রেতাদের দৃষ্টি এখন ইলিশে।

আজ শনিবার সকালে নগরীর রিয়াজউদ্দীন বাজার, চকবাজার, কাজীর দেউড়ি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মাঝারি আকারের ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে ৩০০ টাকা। তবে এর চেয়ে বড় ইলিশের দামে ৫০ টাকা বাড়তি, বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। গেল কয়েক সপ্তাহ আগেও যে ইলিশের কেজি ছিল ৮০০ টাকা, সেই মাছের দাম ৩০০ টাকা হওয়ায় অবাক হয়েছেন ক্রেতারা।

বাজারে আসা মো. ইয়াকুব বলেন, ইলিশের দাম এত কমেছে। কয়েক সপ্তাহ আগে ইলিশের দাম ছিল ৮০০ টাকা। এখন আগের ১ কেজির দামে ৩ কেজি টাটকা ইলিশ নিতে পারছি। বাজারে এসে স্বস্তি অনুভব করলাম।

কাজীর দেউড়ি বাজারে মাছ ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, সাগরে অসময়ে মাছ না ধরার নির্দেশনা কার্যকর হওয়ায় এবার প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। বাজারে ইলিশ মাছের সরবরাহ অনেক বেশি। আড়তে মাছের দামও কম, তাই আমরা অল্প লাভ করেই ছেড়ে দিচ্ছি। সামনে ইলিশের দাম আরও কমতে পারে।

এদিকে রুই মাছ কেজি প্রতি ৪০০ টাকা, কাতলা ৪৫০ টাকা, চিংড়ি আকারভেদে ২৫০ থেকে ৯০০ টাকা, কই মাছ (দেশি) ২৫০ টাকা, কই মাছ (ফার্ম) ২০০ টাকা, তেলাপিয়া ১৬০, লইট্টা ১৩০ টাকা ও বাটা মাছ ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed