Main Menu

আকাশে বিমান, পাইলটের দুই ঘণ্টা ঘুম

বৈশাখী নিউজ ডেস্ক: কী কাণ্ড পাইলটের! ৩০৫ জন যাত্রীসহ বিমান মাঝ আকাশে ছেড়ে দিয়ে পাইলট ২ ঘণ্টার জন্য ঘুমোতে চলে গেলেন।

চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার ইসলামাবাদ–লন্ডন বিমানে এই ঘটনা ঘটে। অদ্ভুত এই আচরণের জন্য বিমান চালককে তাঁর কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। চলছে তদন্ত।

সূত্রের খবর, অভিজ্ঞ বিমান চালক আমির আখতার হাসমি বিমানের দায়িত্ব এক প্রশিক্ষণরত চালকের হাতে দিয়ে তিনি বিজনেস ক্লাসে আড়াই ঘণ্টার জন্য ঘুমোতে চলে যান। কিন্তু আমির আখতার হাসমির ঘুমানোর এই দৃশ্য যাত্রীদের মধ্যে কেউ একজন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়। যা এখন ভাইরাল। ওই যাত্রী উচ্চপদস্থ ক্রু সদস্যের কাছে এ বিষয়ে অভিযোগ জানান। অসমর্থিত সূত্রে জানা গেছে, অনিচ্ছা সহকারে হাসমির বিরুদ্ধে পদক্ষেপ নেয় পিআইএ।
পিআইএর মুখপাত্র ড্যানিয়েল গিলানি জানান, হাসমিকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

২৬ এপ্রিল হাসমি প্রথম অফিসার আলি হাসান ইয়াজদানি ও প্রশিক্ষণরত বিমান চালক আসাদ আলির সঙ্গে লন্ডনগামী বিমানের দায়িত্বে ছিলেন। ককপিটে ছিলেন আসাদ আলি। হাসমি মাসে এক লক্ষ টাকা নেন চালকদের প্রশিক্ষণ দিতে। তিনি তাঁর ছাত্রকে বিমান চালানো শেখাচ্ছিলেন। সেই সময়ই তিনি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েন বলে জানা গিয়েছে।
-আজকাল

Share





Related News

Comments are Closed