Main Menu

পল্লিকবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৪ মার্চ। পল্লিকবি জসীমউদ্দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী। তার পুরো নাম জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত।

আজ মঙ্গলবার সকাল ৮টায় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। মায়ের নাম আমিনা খাতুন।

জসীমউদ্দীনের লেখা ‘কবর’ কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট কবির শ্রেষ্ঠ দুটি রচনা।

১৯৭৬ সালের আজকের এই দিনে ৭৩ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন কবি জসীমউদ্দীন। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে কবির পৈতৃক বাড়িতে তার প্রিয় ডালিমগাছের নিচে কবিকে দাফন করা হয়।

Share





Related News

Comments are Closed