Main Menu

উস্কানী ও প্রতিহিংসামূলক কর্মে লিপ্ত হবেন না : হুছামুদ্দীন চৌধুরী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতকে দুষ্কৃতিকারীদের হামলায় নিহত আব্দুল বাছিত বাবুলের জানাযা মঙ্গলবার বিকাল ৫টায় স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মানুষ হতাহতের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও অনভিপ্রেত। প্রিয়নবী (সা.) এর সুমহান আদর্শ বাস্তবায়নের নিমিত্তে আমরা শানে রিসালত মহাসম্মেলনের আয়োজন করেছি। বিশাল আয়োজনের প্রস্তুতি চলছে সারা বিভাগব্যাপী। এর মধ্যে একটি এলাকায় সংগঠিত অনাকাক্সিক্ষত ঘটনাকে নিয়ে শানে রিসালতের বিরুদ্ধে অবস্থান নেয়া কোনো বিবেকবান মুসলমানের কাজ হতে পারে না। আমরা তো মনে করি দলমত নির্বিশেষে আল্লাহর রাসূলের শান ও মানের আলোচনার মাহফিলে সকল মুসলমানের শরীক হওয়া উচিত। তিনি সিলেটের সকল ধারার আলিম-উলামা ও সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেন, বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো উস্কানী ও প্রতিহিংসামূলক কর্মে লিপ্ত হবেন না। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা যে নৃশংস হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। যারা এহেন ধৃষ্টতাপূর্ণ ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। তিনি হামলায় শাহাদতবরণকারী বাবুল আহমদের দরজাবুলন্দি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলনের প্রস্তুতি নেয়ার আহবান জানান।
জানাযায় অন্যান্যের মধ্যে অংশ নেন ছাতক দোয়ারার সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আ.ন.ম শফিকুল হক, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, ছাতক উপজেলা চেয়ারম্যান ওলীউর রহমান চৌধুরী বকুল, বিশিষ্ট মুরব্বী আবরু মিয়া তালুকদার, আওয়ামীলীগ নেতা ছানাউর রহমান ছানা, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম, সিলেট জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান, মহানগর আল ইসলাহর সভাপতি আলহাজ্জ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ, জালালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, সুনামগনজ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আলী আছগর খান, জেলা তালামীযের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ। এছাড়া উপজেলা আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া,লতিফিয়া কারী সোসাইটি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ ছাতক উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ জানাযায় উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed