Main Menu

বিশ্বের দ্রুততম মানববিহীন বিমান

বৈশাখী নিউজ ডেস্ক: পৃথিবীর মানব চালিত সবচেয়ে দ্রুততম বিমান হল লকহেড এসআর-৭১ ব্ল্যাকবার্ড। প্রতি ঘন্টায় এর গতিবেগ ৩৫৩০ কিলোমিটার। তবে এবার আরও উন্নত প্রযুক্তির সহায়তায় যন্ত্রচালিত দ্রুততম বিমান অবিষ্কার করে ফেলেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা।

বিমানটির নাম হাইপারসনিক এয়ারক্রাফট এক্স-৪৩এ। প্রতি ঘন্টায় এর গতিবেগ ১১২৩০ কিলোমিটার। শব্দের চেয়ে ৯.৬ গুন বেশি দ্রুত যেতে পারে এটি। বিমানটির আকৃতি বেশ আকর্ষনীয়। ১.৫ মিটার বিস্তৃত ডানা, ৩.৬ মিটার দীর্ঘ ও ১৪০০ কিলোগ্রাম ওজনের।

সমুদ্রের উপর দিয়ে সাধারণ গতিবেগের চেয়ে দশ গুন বেশি দ্রুত চলাচল করতে সক্ষম বিমানটি। প্রপেলারসহ বিশ্বের সবচেয়ে দ্রুততম প্লেন হল রাশিয়ান তুপলভ তু-১১৪। যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮৬৯ কিলোমিটার।

Share





Related News

Comments are Closed