Main Menu

সিলেটে বিপন্ন উদ্ভিদ কর্ণার উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০১৬-২০১৭ এর বিপন্ন উদ্ভিদ কর্ণার উদ্বোধন অনুষ্ঠান শনিবার সাড়ে ১২টায় সিলেট অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ইপ্যাক ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী আখতারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মিটফোর্ড হাসপাতালের গাইনী কনসালটেন্ট সার্জন ডা. শারমিন সুলতানা।
আলোচনা সভা শেষে বৃক্ষরোপন এর উদ্বোধন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের দেশ জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। এদেশে রয়েছে প্রায় ছয় হাজার প্রজাতির উদ্ভিদ এবং সমসংখ্যক প্রজাতির প্রাণী। মোট ভূমির ২৫ভাগ বনভূমি থাকার কথা থাকলেও আমাদের দেশে মাত্র ১৬ভাগ। যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই তিনি সবাইকে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন।

Share





Related News

Comments are Closed