Main Menu

এ বছর প্রাথমিক স্কুলে ছুটি ৭৫ দিন

বৈশাখী নিউজ ডেস্ক : সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালে ৭৫ দিন ছুটি অনুমোদন করেছে সরকার। সেই সাথে বিদ্যালয়ের বার্ষিক কর্মঘণ্টা ও পরীক্ষাসূচি অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার এই আদেশ জারি হয়। আদেশে বিদ্যালয়গুলোতে ‘যথাযোগ্য মর্যাদায়’ জাতীয় দিবসগুলো পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বৃহস্পতিবার স্কুল খোলা থাকবে বেলা আড়াইটা পর্যন্ত।
এছাড়া যেসব স্কুলে দুটি শিফট চালু আছে, সেসব বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বছরে অন্তত ৬০০ ঘণ্টা কাজ চলবে। আর এক শিফটের স্কুলে হবে ৯২১ ঘণ্টা।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে দুই শিফটের স্কুলে ৭৯১ ঘণ্টা এবং এক শিফটের স্কুলে ১ হাজার ২৩১ ঘণ্টা ক্লাস চলবে।

Share





Related News

Comments are Closed