Main Menu

দিনাজপুরে আলু নিয়ে বিপাকে কৃষকেরা

বৈশাখী নিউজ ডেস্ক: আলু বিক্রি করে চাষীদের উঠছেনা উৎপাদন খরচ। গত বছর আগাম আলুর বাজার মূল্য ভালো পাওয়ায় এবার দ্বিগুন জমিতে আগাম জাতের আলুর চাষ করেছেন অনেক কৃষক। ফলনও পেয়েছেন ভালো। কিন্তু আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

দক্ষিণ কোতয়ালীর উলিপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানিয়েছেন, ঋণ করে আলু চাষ করে এখন আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় চাষীরা পাওনাদারদের ভয়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছেন।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা জানিয়েছেন, লাভ জনক ফসল হওয়ায় জেলায় এবার ৪৩ হাজার হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু চাষ হয়েছে ৪৭ হাজার ৯’শ হেক্টর জমিতে। এর মধ্যে লক্ষ্যমাত্রার অর্ধেক হয়েছে আগাম আলু চাষ।

এ অবস্থা অব্যাহত থাকলে আগামীতে এ অঞ্চলে আগাম জাতের আলু চাষাবাদ ব্যাহত হওয়ার আশংকা করছেন কৃষিবিদরা।

Share





Related News

Comments are Closed