Main Menu

জনবল সংকটে বিশ্বনাথ কৃষি অফিস

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভোগছে সিলেটের বিশ্বনাথের কৃষি অধিদপ্তর অফিস। ফলে গুারুত্বপূর্ণ অনেক কাজ করতে হিমশিম খাচ্ছেন কৃষি অফিসে দায়িত্বরত অফিসারা। র্দীঘদিন ধরে অতিরিক্ত কৃষি অফিসারসহ ২১টি পদ শুণ্য থাকায় উপজেলার কৃষি অফিসে কৃষকরা কাজে আসলে লোকজন অনেক সময় সঠিক সময়ে কাজ না করে খালি হাতে বাড়ি ফিরতে হয়। ফলে কৃষি অফিসে আশা লোকজনকে পোহাতে চরম দূর্ভোগ। কৃষি অধিদপ্তরে অফিসের জনবল সংকটের কারণে এমনটা হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন। তারপরও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কৃষি অফিসার আলী নূর রহমান।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৪০টি পদের মধ্যে ২১টি পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। শূণ্য থাকা পদের মধ্যে রয়েছে অতিরিক্ত কৃষি অফিসার একজন, কৃষি স¤প্রসারন অফিসার একজন, উপ-সহকারি কৃষি অফিসার ১৬জন, অফিস সহকারি একজন, অফিস সহায়ক একজন, নৈশপ্রহরী একজন। জনবল সংকটের কারণে অফিসে দায়িত্ব থাকা কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
এলাকার কৃষকদের অভিযোগ, উপজেলার কৃষি অফিসের লোকবল সংকট থাকায় সঠিকভাবে অনেক কৃষক কৃষি কাজের পরামর্শ পান না। অফিসে আসলে সময়মত লোকজনকেও পাওয়া যায় না। ফলে এলাকার কৃষকদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।
উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান লোকবল সংকটের সত্যতা স্বীকার করে বলেন, অফিসে লোকবল সংকট থাকায় অনেক সময় আমাদের হিমশিম খেতে হচ্ছে। জরুরী ভিত্তিত্বে শুন্য পদগুলো পুরণ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি তিনি জোর দাবী জানান।

Share





Related News

Comments are Closed