Main Menu

প্যারিসে মাছ বাজারের উদ্বোধন

ফ্রান্স সংবাদদাতা : নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশী কমিউনিটির সেবা প্রদানে ও ফ্রান্সের বাংলাদেশী পণ্যের মার্কেট সৃষ্টির লক্ষ্য নিয়ে বর্ণিল আয়োজনে প্যারিসের বাংগালী পাড়া খ্যাত গার্দ নর্দে উদ্বোধন হলো গ্রোসারি প্রতিষ্ঠান মাছবাজার।
মাছবাজার উদ্বোধনের ফলে ফ্রান্সে বাংলাদেশী ব্যবসায়ী সমাজে বৃদ্ধি হলো আরেকটি প্রতিষ্ঠানের। এভাবে কমিউনিটির পরিধি বাড়ার সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান বাড়লে কমিউনিটিতে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে অপরদিকে ফ্রান্সে একটি শক্তিশালী বাংলাদেশ গঠন সম্ভব হবে বলে অভিমত জানান ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিন। গত রবিবার বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মাছবাজারের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মাছবাজারের পরিচালক অধীর সূত্রধর এর পরিচালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক রেদওয়ান ইবনে দেলোয়ার রনি।
এসময় দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানস, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, রজত রায়, ওবায়দুল ইসলাম রুহেল, ঝিনুক চক্রবর্তী, আব্দুল ওয়াকি, মিনাল কান্তি পাল, নাসিম আহমদ চৌধুরী, কামরুল হুসেন।
এসময় প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বক্তারা বলেন মাছবাজার এখানকার বাংলাদেশিদের চাহিদা পূরণ করে ফ্রান্সে বাংলাদেশের পণ্য প্রচারে বিরাট ভূমিকা রাখবে। সংগবদ্ধ ভাবে আরো প্রতিষ্ঠান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Share





Related News

Comments are Closed