Main Menu

সিলেটে বেগম রোকেয়ার ১৩৬তম জন্মদিন পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নারী ও মানব মুক্তির অগ্নিশিখা বেগম রোকেয়ার ১৩৬ তম জন্মদিন উপলক্ষে ‘জ্বালো জ্ঞানের আলো, জ্বালো প্রাণের আলো’ শীর্ষক মূল আহবানে দেশজুরে একষট্টি জেলায় গৌরবের প্রান্তর ও নানা সংগঠনের আহবানে মোমের আলো প্রজ্জলিত করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশ সমুহে শতবর্ষ পূর্বে রক্ষণশীল পরিমন্ডলে নারী শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ব্রতে বেগম রোকেয়ার ভুমিকা ছিল ঐতিহাসিক ও গৌরবময়। নারী অধিকার ও মুক্তির লক্ষে বেগম রোকেয়ার লেখা রচনাবলি ও বক্তব্য ‘বিপ্লবাত্মক হিসেবে বক্তাগন উল্লেখ করেন।
৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গৌরবের প্রান্তর ও অঙ্গীকার বাংলাদেশ আয়োজিত মোমের আলো প্রজ্জলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞ্যান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. নাজিয়া চৌধুরী, সিলেট সরকারী মহিলা কলেজের সহযোগি অধ্যাপক জামালুর রহমান, শাবিপ্রবি ও বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের কাউন্সেলিং সাইকোলজিষ্ট ফজিলাতুন নেছা, সিলেট সরকারী অগ্রগামী বলিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক সুলতানা রোকেয়া পারভীন। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শাবিপ্রবি’র বায়োকেমিষ্ট ও মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক পায়েল বড়–য়া, শিক্ষিকা সেলিনা বেগম, নাগরিক মৈত্রি সিলেটের সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর, সিলেট জেলা যুব ইউনিয়ন সভাপতি খায়রুল হাসান, নগর নাট সিলেটের সভাপতি অরুপ বাউল, বর্ষণ চক্রবর্তী, মোমেনুল ইসলাম পলাশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যপরিষদ সিলেট এর মিশফাক আহমদ মিশু, রজত কান্তি গুপ্ত। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন অঙ্গীকার বাংলাদেশ সিলেট এর পরিচালক এডভোকেট মইনদ্দিন আহমদ জালাল।

Share





Related News

Comments are Closed