Main Menu

খাদিজা হত্যা চেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যা চেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ আজ সোমবার (৫ ডিসেম্বরে) থেকে শুরু হয়েছে। সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান হিরোর আদালতে সোমবার সকাল পৌনে ১১টা থেকে মামলার ১৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে প্রথম দিনে মামলার বাদী খাদিজার চাচা আব্দুল কুদ্দুসসহ ২১ জন সাক্ষীকে তলব করা হয়েছে। এদের মধ্যে ১৬জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
যারা সাক্ষী দিয়েছেন তাদের মধ্যে মামলার বাদী খাদিজার চাচা আবদুল কুদ্দুস, এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, প্রত্যক্ষদর্শী ইমরান কবির, ফাহমিদা ইসলাম বৃষ্টিসহ অন্য প্রত্যক্ষদর্শীরা রয়েছেন।
গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।

 

 

 

Share





Related News

Comments are Closed