Main Menu

ফেসবুক দীর্ঘায়ু করে!

তথ্য প্রযুক্তি ডেস্ক: আপনি প্রতিদিনের একটা বড় অংশ ফেসবুকে কাটান? এ নিয়ে অনুশোচনা করেন? ভয় নেই! এবার মনে হয় ভয় পাওয়ার কারণ কিছুটা কমবে। ফেসবুক আপনাকে দীর্ঘায়ু করবে! সাম্প্রতিক একটি গবেষণায় এমনটিই বের হয়ে এসেছে।

প্রায় ১২ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর উপর গবেষণা চালিয়ে দেখা গেছে দীর্ঘায়ুর সাথে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যোগসূত্র আছে। এটা কোন ব্যাপার না আপনি কেমন ‘লাইকস’ পাচ্ছেন। ফেসবুকে থাকা আপনার দীর্ঘায়ু দেবে। তবে গবেষকদের শর্ত হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা যদি বাস্তব জীবনের সামাজিক সম্পর্কগুলো দৃঢ় করি তাহলেই এর সুফলটা পাওয়া যাবে দীর্ঘায়ু প্রাপ্তির ক্ষেত্রে!

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর একদল গবেষক এ গবেষণাটি চালান। গবেষক উইলিয়াম হবস ও জেমস ফাউলার ফেসবুক এবং ইয়েলে তাদের সহকর্মীদের উপর গবেষণাটি চালান।

সোমবার (৩১ অক্টোবর) ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস এর কার্যবিবরণীতে গবেষণাটি প্রকাশিত হয়।

সামঞ্জস্যপূর্ণ ফেসবুক ব্যবহারের সাথে সাথে যদি বাস্তব জীবনে সামাজিকতার সম্পর্কগুলো চাষবাষ করা হয় তাহলে সুখের পরিমাণ বৃদ্ধি পায় এবং ব্যবহারকারী দীর্ঘায়ু হন বলেই মনে করেন গবেষক উইলিয়াম হবস। সূত্র: ডেইলি মেইল

Share





Related News

Comments are Closed