Main Menu

সাংবাদিক মঈনুল হক বুলবুল গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেসরকারি টেলিভিশন এনটিভি’র সিলেট ব্যুরো প্রধান ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের সাবেক সভাপতি মঈনুল হক বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর মীরবক্সটুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ।

কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, মঈনুল হক বুলবুলের বিরুদ্ধে গত ১৬ সেপ্টেম্বর আদালতে মামলা করেন কানাইঘাটের কারাবাল্লা এলাকার রায়হান আহমদ। মামলার বিষয়ে আদালত পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জানা গেছে, কানাইঘাট থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মঈনুল হক বুলবুলকে গ্রেফতার করে। তাদেরকে সহায়তা করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

এসআই দেলোয়ার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর মীরবক্সটুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

কানাইঘাট থানা পুলিশের একটি দল সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) আমিনুল ইসলাম।

জানা যায়, বৃহস্পতিবার রাতে নগরীর মিরবক্সটুলাস্থ উইমেন্স হাসপাতালে পরিচিত এক রোগীকে দেখতে যান মইনুল হক বুলবুল। রোগী দেখা শেষে তিনি হাসপাতালের করিডোরে বসা ছিলেন। এসময় আচমকা সাদা পোশাকে ৬/৭জন অস্ত্রধারী সেখানে গিয়ে তাকে তুলে নিয়ে যায়।

এসময় বুলবুলের পাশে ছিলেন- সিলেটের সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘হাসপাতালের করিডোরে বসে আমরা গল্প করছিলাম। আচমকা ৬/৭ জন অস্ত্রধারী সেখানে উপস্থিত হয়। তারা বুলবুলের কাছে তার পরিচয় জানতে চান। পরিচয় জানানোর পরপরই তারা বুলবুলকে ধরে নিয়ে যান। এসময় আমরা অস্ত্রধারীদের পরিচয় জিজ্ঞেস করলেও তারা কোনো কথা বলেননি।’

এদিকে, বুলবুলকে আটকের খবরে রাতে ওইমেন্স হাসপাতালে জড়ো হন সিলেটের সাংবাদিকরা। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের সাথে কয়েকদফা যোগাযোগ করা হলে প্রথমে আটকের বিষয়টি নিশ্চিত করেনি কেউ। প্রায় ঘন্টাখানেক পর কানাইঘাট থানা পুলিশের বরাত দিয়ে জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলকে গ্রেপ্তারের কথা জানান।

ইমজার নিন্দা ও মুক্তি দাবি:
সাংবাদিক মইনুল হক বুলবুলকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেট।

সংগঠনটির সভাপতি ও দেশ টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সিলেট ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ অবশ্যই তাকে গ্রেপ্তার করার অধিকার রাখে। কিন্তু যেভাবে ফিল্মি স্টাইলে বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে তা খুবই উদ্বেগজনক ও নিন্দনীয়।

ইমজা নেতৃবৃন্দ বলেন, ‘এভাবে একজন প্রতিষ্ঠিত সাংবাদিক ও আইনজীবীকে তুলে নেওয়া কেবল আইনের অপপ্রয়োগই নয়, একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার বলেও আমরা মনে করি।’

বুলবুলকে আটকের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি দাবি করে তারা বলেন, ‘বুলবলকে আটকের পর এ ব্যাপারে পুলিশ প্রশাসনের লুকোচুরিও আমাদের বিস্মিত করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও মইনুল হক বুলবুলের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

Share





Related News

Comments are Closed