Main Menu

চাঁদে বাড়ি বানাতে সিমেন্ট গুলছে নাসা!

প্রযুক্তি ডেস্ক: চাঁদে বাড়ি বানানোর প্রক্রিয়া নিয়ে গেল কয়েক মাস ধরেই ব্যস্ত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ফলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। নাসার এক ছবিতে দেখা যাচ্ছে, চাঁদে সিমেন্ট গুলছেন বিজ্ঞানীরা। যেহেতু মহাকাশের ওজন শূন্য অর্থাৎ মাইক্রোগ্র্যাভিটি, তাই বিজ্ঞানীরা এখন অপেক্ষা করছেন চাঁদে গুলানো সিমেন্ট শক্ত হয়ে এঁটে বসে কিনা। যদি গুলানো সিমেন্ট শক্ত হয় তবে চাঁদে বাড়ি বানাবে নাসা।

আইএসএস-এ যেকোনও বস্তুর ওজনই শূন্য দশায় থাকে। যেখানে কোনও অভিকর্ষ বল নেই। ফলে মহাকাশাচারীসহ সব বস্তুকেই ভাসমান অবস্থায় থাকতে হয়।

নাসা এবার অভিকর্ষ বল ছাড়াই চাঁদে নির্দিষ্ট পদ্ধতিতে সিমেন্ট গুলে তা শক্ত করার চ্যালেঞ্জ নিয়েছে। নাসার এ প্রকল্পের পোশাকি নাম দেয়া হয়েছে ‘মাইক্রোগ্র্যাভিটি ইনভেস্টিগেশন অব সিমেন্ট সলিডিফিকেশন (এমআইসিএস)।’

পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে তেজষ্ক্রিয় রশ্মিরা আগেও আঘাত হেনেছিল। তাই নাসার বিজ্ঞানীরা যদি চাঁদে সিমেন্টের বর্ম তৈরি করতে পারেন তবে সেইসব রশ্মির হাত থেকে মহাকাশচারীদের সুরক্ষিত রাখা যাচ্ছে। সেইসঙ্গে তাপমাত্রার ভারসাম্যও বজায় থাকবে।

চাঁদে ও মঙ্গলে বিকল্প পৃথিবী গড়ে তুলেতে চায় নাসা। সেখানে পাঠাতে চায় মানুষ। এখন মাইক্রোগ্র্যাভিটি মোকাবিলা করে চাঁদে যদি সিমেন্টের জমাট বাঁধে তবে শিগগিরই সেখানে বাড়িও বানানো যাবে। গড়া যাবে মানুষের বসতিও।

এই প্রজেক্টে নাসা সফল হতে তা বিশ্বের যেকোনও দেশের মহাকাশচারীদের জন্য অনেক সুবিধার হবে বলে মনে করেন পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আলেকসান্দ্রা রাডলিঙ্কসা।

Share





Related News

Comments are Closed