Main Menu

জৈন্তাপুরে ভারতীয় চা-পাতা বিড়ি ও গরু আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৬৪ বস্তা চা-পাতা, ৮ কার্টুন আমদানী নিষিদ্ধ নাছির বিড়ি ও ৩টি ভারতীয় গরু আটক করেছে।

এলাকাবাসী ও বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টায় জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারতীয় নিম্ন মানের চা-পাতার চালান নিয়ে সীমান্তের ১২৮৬ আন্তর্জাতিক পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ৪৮ বিজিবি’র ডিবির হাওর ক্যাম্প কমান্ডার হাবিলদার ইউনুছ মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ছোট-বড় ৫০ বস্তা ভারতীয় নিম্ন মানের চা-পাতা আটক করে।

অপরদিকে, ১৩০০ আন্তজার্তিক পিলারের ৭এস সাব পিলার লালাখাল আফিফা নগর জঙ্গীবিল এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারতীয় পন্য বাংলাদেশে প্রবেশ করছে এমন খবর জানতে পেরে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প কমান্ডরের নেতৃত্বে অভিযান চালিয়ে ছোট-বড় ১৪ বস্তা ভারতীয় নিম্ন মানের চা-পাতা, ৮ কার্টুন আমদানী নিষিদ্ধ ভারতীয় নাছির বিড়ি এবং ৩ টি ভারতীয় গরু আটক করে।

এ বিষয়ে ডিবির হাওর ক্যাম্প কমান্ডার হাবিলদার ইউছুফ এ প্রতিবেদককে চা-পাতা আটকের কথা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা ১২৮৬ নং পিলার এলাকায় অভিযান চালিয়ে ছোট-বড় ৫০ বস্তা চা-পাতা পরিত্যক্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প কমান্ডার এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে আমরা লালাখাল আফিফা নগর জঙ্গীবিল এলাকা হতে মালামালগুলি আটক করি। কর্তৃপক্ষের নির্দেশ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed