Main Menu

দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেস আটকে দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ অনুচ্ছেদ রদ করার জেরে এবার দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেস স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ এ ঘোষণা দেন। খবর ডনের।

ভারত ও পাকিস্তানের মধ্যে সংযোগকারী প্রথম ট্রেন ছিল সমঝোতা এক্সপ্রেস। ১৯৭৬ সালে শিমলা চুক্তির পর শান্তি ও বন্ধুত্বের প্রতীক হিসেবে অমৃতসর এবং লাহোরের মধ্যে চালু হয় এই ট্রেন। এরপর ২০০৬ সালে ‘থর এক্সপ্রেস’ চালু হয়।

কাশ্মীর ইস্যুতে ভারতের একতরফা আচরণে শান্তি ও বন্ধুত্বের প্রতীক ট্রেনটি বন্ধ করে দিল পাকিস্তান। লাহোরে এক সংবাদ সম্মেলনে শেখ রশিদ আহমদ বলেন, আমি যতদিন রেলমন্ত্রী থাকব, ততদিন সমঝোতা এক্সপ্রেস চলতে পারবে না। এই ট্রেনটি সপ্তাহে দুদিন চলতো। এখন সমঝোতা এক্সপ্রেস বন্ধ থাকবে। ঈদের পর ভারতের অন্যান্য ট্রেনও বন্ধ করে দেয়া হবে।

এর আগে পাকিস্তান ভারতের হাই-কমিশনারকে বহিস্কার করেছে। একই সাথে দেশটির সাথে তাদের বাণিজ্যিক চুক্তিও বাতিল করেছে।

Share





Related News

Comments are Closed