Main Menu

কুলাউড়ায় জয়‌ন্তিকা ট্রেন লাইনচ্যুত, আহত ২০

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনের ক্রসিং পয়েন্টে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আতং‌কিত যাত্রীরা দৌড়ঝাঁপ শুরু করলে প্রায় ২০ জন যাত্রী আহত হন।

ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ায় বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও সাময়িক বন্ধ হয়ে যায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল। তবে বেলা ২ টার দিকে লাইনচ্যুত বগি রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

ট্রেনের যাত্রীরা জানান- দুপুর সাড়ে ১২ টার দিকে বগিটি বড় ঝাঁকুনি খায় এবং অনেক ধোয়া সৃষ্টি হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে এলাকাবাসী জানান- তারা কুলাউড়ার এই ক্রসিং পয়েন্টের সমস্যা অনেক আগে থেকেই দেখে আসছেন। কর্তৃপক্ষ রেল লাইনের এইসব ত্রুটি গুরুত্ব দিয়ে না দেখলে দেশের মানুষ আবার রেল দুর্ঘটনার স্বীকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা এটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

কুলাউড়া স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।

উল্লেখ্য, গত ২৩ জুন রাতে কুলাউড়ার বরমচাল ইসলামাবাদ এলাকার বড়ছড়া ব্রিজে ঢাকাগামী উপবন ট্রেনটি দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলে চারজন নিহত হন ও আহত হন শতাধিক।

Share





Related News

Comments are Closed