Main Menu

সিলেটে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

প্রযুক্তি নিয়ে করবো কৃষি সমৃদ্বি আসবে দিবানিশি, প্রযুক্তির ব্যবহারে বদলে দেব দেশ, গর্বভরে বলব আমরা ডিজটাল বাংলাদেশ- এই প্রতিপাদ্য নিয়ে ২৫ জুন সকালে বর্নাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ এর সভাপতিত্বে ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শিরিন আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন
উপ সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন চৌধুরী, কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের কৃষক আনছার আলী।

অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মুক্তা সরকার, অতিরিক্তকৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. ইউসুফ আলী, উপজেলা উদ্ভিদ ও সংরক্ষন কর্মকর্তা মোঃ ফজলুল হকসহ উপসকারী কর্মকর্তা বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষক মোহাম্মদ জৈন উদ্দিন।

উল্লেখ্য ২৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

Share





Related News

Comments are Closed