Main Menu

সিলেট জেলা কর আইনজীবী সমিতির মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৭৪ ধারার উপধারা ২ এর ক্লজ “এফ” প্রভাইসো বিলুপ্তের প্রস্তাবের প্রতিবাদে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে রোববার নগরীর হাউজিং এস্টেটস্থ কর আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অত্র বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বারের সভাপতি এডভোকেট মো. আবুল ফজল।

সভায় বক্তারা বলেন, সম্প্রতি মহান জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৭৪ ধারার উপধারা ২ এর ক্লজ “এফ” প্রভাইসোটি বিলুপ্তের প্রস্তাব করা হয়েছে। আয়কর আইনজীবীদের কার্যক্রম ও আচরণ সুশৃঙ্খল রাখার জন্য ২০০৬ সালের অর্থ আইনের মাধ্যমে আয়কর অধ্যাদেশে “Provided that such an Income tax practitioner shall be a member of any registered Taxes Bar Association” প্রভাইসোটি সন্নিবেশিত করা হয়েছিল। বাংলাদেশে ৬৪টি আয়কর আইনজীবী সমিতি রয়েছে। এই আইনজীবী সমিতিগুলোতে ১৮ হাজারেরও অধিক আয়কর আইনজীবী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত রয়েছেন। উক্ত প্রভাইসোর উপর ভিত্তি করে আয়কর আইনজীবী সমিতিগুলো আয়কর আইনজীবীদের নিয়ন্ত্রণ করে থাকে। প্রভাইসোটি বিলুপ্ত হলে আয়কর আইনজীবীগণ সমিতিগুলোর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবেন এবং তাদের নিয়ন্ত্রণহীন কার্যকলাপ বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, ফলশ্রুতিতে সরকারের রাজস্ব আহরণ কার্যক্রম ব্যাহত হবে। মানববন্ধনে বক্তারা প্রোভাইসোটি পূণ:বহালের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- আবিদ আলী চৌধুরী, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, খায়রুল ইসলাম চৌধুরী, এডভোকেট আলী আহমদ, এডভোকেট মঈন উদ্দিন আহমদ, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, ইকবাল আহমদ চৌধুরী, সুধাংশু ভূষণ ত্রিবেদী, মো. বাহাউদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, মো. কামাল আহমদ, মো. ইফতিয়াক হোসেন মঞ্জু, মো. আমিনুল ইসলাম, মো. জহিরুল ইসলাম রিপন, এডভোকেট মোহাম্মদ কুতুব উদ্দিন, জাহান ইবনে খালেদ, মোস্তাফিজুর রহমান, নিজাম উদ্দিন খান, মাজাহারুল হক, খায়রুল আলম, জ্যোতির্ময় তালুকদার, আজমল হোসেন, মারুফ আহমদ, সাইদুর রহমান প্রমূখ।

Share





Related News

Comments are Closed