Main Menu

হবিগঞ্জে ৪৬ জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলায় মরণব্যাধি এইচআইভি ভাইরাসে আক্রান্ত মোট ৪৬ জনকে শনাক্ত করা হয়েছে।

বুধবার (১৯ জুন) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বাধন হিজরা সংঘ আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করেন সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী।

তিনি বলেন- এইচআইভি ভাইরাসে আক্রান্ত প্রত্যেকেই চিকিৎসা নিচ্ছেন। জেলার আজমিরীগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে ঠিক কতজন এ উপজেলায় আক্রান্ত রয়েছেন তা জানানো হয়নি।

এসময় হিজরাদেরকে হিজরা বলা উচিত নয় উল্লেখ করে ডা. সুচিন্ত চৌধুরী বলেন এ শব্দটির মাধ্যমে তাদেরকে খাটো করা হয়। তাদেরকে তৃতীয় লিঙ্গ বলা উত্তম। আর তাদেরও উচিত মানুষের সঙ্গে ভাল আচরণ করা।

সভায় বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, এনজিও কর্মকর্তা মো. আলমগীর কবির ও সাইফুল হাসান প্রমুখ।

সভায় আরও জানানো হয়, এখনও পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে আড়াই হাজারের মতো এইচআইভি রোগী সনাক্ত করা হয়েছে। তাদের মাঝে এ ভাইরাসের প্রবণতা মারাত্মক আকার ধারণ করছে। তবে এখনও পর্যন্ত সবাইকে পরীক্ষা করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed