Main Menu

বিমানের টিকেটে ১৫ শতাংশ ছাড়

বৈশাখী নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলায় অভ্যন্তরীণ সকল রুটসহ আর্ন্তজাতিক ৫টি রুটে বিমান টিকেটের উপর ১৫ শতাংশ ছাড় দিয়েছে।

১৮ থেকে ২০ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে টোয়াব আয়োজিত এই মেলা অনুষ্ঠিত হবে।

তিন দিনের এই মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত মঙ্গলবার বিমানের ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেলায় দর্শনার্থীরা ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে টিকেট ১৬ হাজার ৫৮২ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে টিকেট ২৫ হাজার ৫৪৪ টাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে টিকেট ১৮ হাজার ৩৩৭ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে টিকেট ২৬ হাজার ৪০৪ টাকা এবং ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ২৪ হাজার ৮৪৬ টাকায় টিকেট ক্রয় করতে পারবেন (প্রদেয় সকল করসহ)।

এছাড়া অভ্যন্তরীণ রুটে ওয়ানওয়ে ঢাকা-বরিশাল ২ হাজার ৩৭৪ টাকা, ঢাকা-চট্টগ্রাম ২ হাজার ২০৪ টাকা, ঢাকা-কক্সবাজার ৩ হাজার ২২৪ টাকা, ঢাকা-যশোর ২ হাজার ৩৭৪ টাকা, ঢাকা-রাজশাহী ২ হাজার ৩৭৪ টাকা, ঢাকা-সৈয়দপুর ২ হাজার ৩৭৪ টাকা এবং ঢাকা-সিলেট ২ হাজার ২০৪ টাকায় টিকেট ক্রয় করতে পারবেন (করসহ)।

মেলা চলাকালীন বিমান স্টল হতে আর্ন্তজাতিক অন্যান্য রুটে ৭ শতাংশ ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে টিকেট ক্রয় করা যাবে। টিকেট ক্রয়ের দিন হতে অবশ্যই ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে ভ্রমণ করতে হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে।

Share





Related News

Comments are Closed