Main Menu

জাতীয় ঐক্যফ্রন্টের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টফন্ট নেতা মাহমুদুর রহমান মান্না এই কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঐক্যফ্রন্টের নেতারা সকাল ৯ টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ‘

এছাড়াও তিনি জানান, নতুন নির্বাচনের দাবি, নিরাপদ সড়ক দাবি, সিটি করপোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন এবং ডাকসু নির্বাচন, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে আগামী ৩০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় মানববন্ধন। ৩১ মার্চ বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা। এছাড়াও এপ্রিল মাস জুড়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ে কর্মী সমাবেশ জনসভা করার ঘোষণা দেন মান্না।

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানি করেছে আগামী এক সপ্তাহের মধ্যে তা বই আকারে প্রকাশ করবে বলে জানান জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে গণশুনানির প্রতিবেদন বই আকারে বাংলা এবং ইংরেজিতে প্রকাশ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে এক দলীয় শাসন নয় এক ব্যক্তির ফ্যাসিস্ট চলছে। সরকার ভোট ডাকাতির কথা স্বীকার করছে বলেও মন্তব্য করেন তিনি।’

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, শহীদুল্লাহ কায়সার, মো. মমিন উল্লাহ, ডা. জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কৃষক-শ্রমিক-জনতা লীগের হাবিবুর রহমান খোকা বীর প্রতীক প্রমুখ।

Share





Related News

Comments are Closed