Main Menu

সুনামগঞ্জে হত্যা মামলায় ৪জনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর তারিফ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন দন্ডাদেশ দিয়েছে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।

আদালত সুত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর রাত অনুমান দেড়টায় তারিফ উল্লার বাড়ীতে একই গ্রামের নোয়াব আলী, কাছা মিয়া, বাছা মিয়া ও খালিকসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘটনাস্থলে তারিফ উল্লাহকে খুন করে।

এ ঘটনায় ৫জনকে আসামী করে মামলা দায়ের করা হলে দীর্ঘ দিন পর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে কাহার মিয়ার বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা না পেয়ে খালাস প্রদান করেন এবং আসামী নোয়াব আলী, কাছা মিয়া, বাছা মিয়া ও খালিককে যাবৎজীবন দন্ডাদেশ প্রদান করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি ড. খায়রুল কবির রুমেন দন্ডাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed