Main Menu

অল্পের জন্য রক্ষা পেল জয়ন্তিকা ট্রেন

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা রেল ব্রীজের পাশেই ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস।

জানা যায়, শনিবার সকালে কুশিয়ারা রেল ব্রীজের দক্ষিনে রেল লাইন ভেঙ্গে যায়। এটা দেখে স্থানীয় ব্যবসায়ী ছালিক মিয়া তাৎক্ষণিক মাইজগাঁও স্টেশনে জানালে তারা ফোন করে দুই পাশের ট্রেন চলাচল বন্ধ করে দেন।

স্টেশন পোটার সিরাজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রেল লাইনের প্রায় ১ফুট জায়গার রেল ভেঙ্গে যায়। তাৎক্ষণিক রেল চলাচল বন্ধ করা না হলে ভয়ানক কিছু ঘটতে পারতো।

তিনি জানান, রেল লাইন ভাঙ্গা এটা ধরা পড়ার আগে কালনী ট্রেন এ লাইন অতিক্রম করে যায়, পিছনে ছিল ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস। তাৎক্ষণিক ভাবে জয়ন্তিকা আটকানো না গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত।

তিনি আরো জানান, চল্লিশ মিনিট পরে জয়ন্তিকা ছেড়ে যায়। এখন রেল কর্তৃপক্ষ লাইন বদলাবার কাজ করছেন।

স্থানীয় ব্যবসায়ী ছালিক মিয়া জানান, কুশিয়ারা রেলব্রীজের নিচে ফেঞ্চুগঞ্জ বাজার। গত কাল শুক্রবারও একটি ট্রেনের চাকার নাট খুলে বাজারে পড়ে যায়। বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed