Main Menu

পরিচয়পত্র ছাড়া ২৪ ঘণ্টা ঢাবিতে প্রবেশ নয়

বৈশাখী নিউজ ডেস্ক: ডাকসু নির্বাচনের কারণে রোববার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।

প্রবেশ মুখে বসানো হবে চেকপোস্ট। নিয়ন্ত্রণে থাকবে সাধারণ যান চলাচল।

শনিবার (৯ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নির্বাচন উপলক্ষে ডিএমপি গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, ডাকসু নির্বাচন উপলক্ষে কাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র নিয়ে এলাকায় প্রবেশ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত কার্ড ব্যবহার করে চলাচল করতে হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি পয়েন্টে চেকপোস্ট থাকবে। ঢাকা মেডিকেল কলেজে রোগীদের বকশীবাজার ও চানখাঁরপুল এলাকা দিয়ে কল করতে হবে।

নিরাপত্তার দায়িত্বে র‍্যাব ও পুলিশ কাজ করবে।

তিনি বলেন, হলের ভোট কেন্দ্রগুলো ক্যামেরার আওতায় থাকবে।

Share





Related News

Comments are Closed