Main Menu

হবিগঞ্জে আসাদ ফুড প্রোডাক্টসকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের ধুলিয়াখাল বিসিক শিল্পনগরী এলাকায় পঁচা ডিম ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে আসাদ ফুড প্রোডাক্টস নামক একটি বিস্কুট কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ওই কারখানার ম্যানেজার সুশীল চন্দ্র দাশসহ সংশ্লিষ্টদের ভবিষ্যতে যাতে এরকম আর না হয় সে জন্য সতর্ক করে দেয়া হয়।

মঙ্গলবার বিকেলের দিকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি ও র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি জানান, পঁচা ডিম ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে আসাদ ফুড প্রোডাক্টস নামক এক বিস্কুট কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেয়া হয়েছে।

এছাড়াও একই এলাকার একটি নকল ডিটারজেন্ট পাউডার কারাখানার সন্ধান পাওয়া গেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১ হাজার প্যাকেট ও ৫০ কেজি খোলা ডিটারজেন্ট জব্দ করা হয়। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিক পালিয়ে যায়।

Share





Related News

Comments are Closed