Main Menu

আখেরি মোনাজাতে শেষ ইজতেমার প্রথম পর্ব

বৈশাখী নিউজ ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে চলা ৫৪তম বিশ্ব ইজতেমায় মাওলানা জোবায়ের অনুসারীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৪তম এ আয়োজনের প্রথম পর্ব।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের দুই হাত উঠিয়ে আখেরি মোনাজাত শুরু করেন। আর ১১টা ৪ মিনিটে মোনাজাত শেষ করেন। প্রথম পর্বের মোনাজাতে লাখো মুসল্লি অংশ নেন।

আখেরি মোনাজাতে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, হেদায়েত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। মহামহিম ও দয়াময় আল্লাহ’র সন্তুষ্টি লাভে আকুতি ব্যক্ত করেন। ধনী-গরিব, মালিক-শ্রমিক নির্বিশেষে সর্বস্থরের লাখ লাখ মুসল্লি সবকিছু ভুলে দু’হাত তোলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। মহান রাব্বুল আলামিনের দরবারে দুইহাত তুলে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে মুসল্লিরা কান্নায় বুক ভাসান।

এর আগে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে এর আগেরদিন বৃহস্পতিবার আসরের পরই শুরু হয়েছিল ইজতেমার কার্যক্রম।

এদিন জুমার জামাতে শরিক হন কয়েক লাখ মুসল্লি। মাঠে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা, বাড়িঘর, দোকানপাট এমনকি নদী ও সড়কে বিভিন্ন যানবাহনেও শরিক হন জুমার জামাতে। তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের আহমেদ এ জামাতে ইমামতি করেন।

শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে এর আগেরদিন বৃহস্পতিবার আসরের পরই শুরু হয়েছিল ইজতেমার কার্যক্রম।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বাদ ফজর দ্বিতীয় পর্ব শুরু হয়ে সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। দ্বিতীয় ধাপের নেতৃত্বে থাকছেন বিশ্ব তাবলিগ জামাতের আমির ভারতের মাওলানা সাদ সমর্থক ওয়াসেকুল ইসলামের অনুসারীরা।

মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের দুদিন করে পৃথক ব্যবস্থাপনায় আয়োজিত এবারের বিশ্ব ইজতেমায় দুটি আখেরি মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।

Share





Related News

Comments are Closed