Main Menu

ফটোসাংবাদিক ফরহাদ হোসেনের ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ ফটোসাংবাদিক মো. ফরহাদ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর দক্ষিণ বনশ্রীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে পক্ষাঘাতসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়।

মো. ফরহাদ হোসেন কর্মজীবনে দ্য নিউ নেশন পত্রিকার চিফ ফটোসাংবাদিক ছিলেন। ১৯৭২ সালে দৈনিক সংবাদে ফটোসাংবাদিক হিসেবে পেশা জীবন শুরু করেন তিনি। দৈনক জনতা, রুপালীতেও কাজ করেছেন প্রবীণ এই ফটোসাংবাদিক।

তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

Share





Related News

Comments are Closed