সড়কের বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি সরানোর নির্দেশ
প্রকাশিতকাল: ১:২৪:৩৩, অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৯, সংবাদটি পড়েছেন 0 জন
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে সড়ক ও মহাসড়কে থাকা বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন খুঁটি ৬০ দিনের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সড়ক পরিবহন সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পিডিবি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
সড়ক-মহাসড়কে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণের নির্দেশনা চেয়ে বুধবার হাইকোর্টে রিটটি করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
এর আগে গত দিন দুয়েক থেকে সিলেটের একটি বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি নিয়ে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর প্রেক্ষিতে বুধবার সিলেট নগরীর বালুচর এলাকায় রাস্তার উপর ঠায় দাঁড়িয়ে থাকা ওই বৈদ্যুতিক খুঁটিটি সরিয়ে নেয়।
Related News

সিলেট আইনজীবী সমিতির ৫ কোটি টাকার বাজেট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলেRead More

কিশোরগঞ্জে কলেজছাত্রী হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জে দুই কলেজছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় পুলিশ সদস্যসহ ২ জনকেRead More
Comments are Closed