Main Menu

বঙ্গবীর ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী শনিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর আতাউল গণি ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আগামী ১৬ ফেব্রুয়ারী শনিবার। এ উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৯টায় মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। হযরত শাহজালাল রহ. মাজার প্রাঙ্গণে সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত খতমে কুরআন। বাদ জোহর হযরত শাহজালাল রহ. দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া। মিলাদ মাহফিল ও দোয়া শেষে মরহুমের কবর জিয়ারাত।

কর্মসূচিতে ওসমানী অনুরাগী সহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল এডভোকেট।

১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বঙ্গবীর আতাউল গণি ওসমানী। পরে তাঁকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটে সমাহিত করা হয়।

Share





Related News

Comments are Closed