ইন্দোনেশিয়ায় ১৯২ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি ভবন থেকে প্রায় ১৯২ ‘বাংলাদেশিকে’ আটক করেছে দেশটির পুলিশ। দেশটির সুমাত্রা দ্বীপের মেদান শহরে রাস্তার ধারের এক ভবন থেকে তাদের আটক করা হয়।
বুধবার (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি এখবর দিয়েছে।
দেশটির কর্তৃপক্ষ বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, পুলিশ মঙ্গলবার ওই ভবনে অভিযান চালায়। সেখান থেকে ১৯২ জনকে আটক করা হয়। যাদের অধিকাংশেরই বয়স ২০ এর কোঠায়। গত কয়েক মাস যাবত তারা সেখানে গাদাগাদি করে ছিলেন। তারা সবাই খাবারের কষ্টে ছিলেন।
প্রতিবেশী মালয়েশিয়ায় অবৈধভাবে নিয়ে যাওয়ার জন্য তাদের সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
মেদান ইমিগ্রেশনের প্রধান ফেরি মোনাং সিহিতে বলেন, ‘আমাদের ধারণা তাঁরা নৌকায় করে এখানে এসেছেন। তাঁদের কাছে কোনো নথিপত্র নেই। আমরা এখনো তাঁদের জিজ্ঞাসাবাদ করছি। এরপর আমরা তাঁদের বিতাড়িত করব কি করব না, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’
তবে এই ভবনের মালিক কে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অথবা এসব লোকের বিষয়ে তাদের ভূমিকা কী, তা-ও পরিষ্কার হয়নি।
সাম্প্রতিক কয়েক বছরে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষ আশ্রয়ের খোঁজে আসছে। বেশির ভাগই আফগান ও মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা। ইন্দোনেশিয়া শরণার্থীদের জন্য করা জাতিসংঘ সনদে সই করেনি। দেশটিতে আশ্রয়প্রার্থীদের কাজ করার অনুমতি নেই।
Related News

মালয়েশিয়ায় পুলিশের গুলিতে ২ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় পুলিশের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মালয়েশিয়ার জাতীয়Read More

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক নেতা, ‘গণতন্ত্রের মানসপুত্র’ খ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলেRead More
Comments are Closed