Main Menu

‘সিলেট বইমেলা’ শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: “ভালো বই পড়া যেনো গত শতকের মহৎ, লোকের সাথে আলাপ করার মতো” এরই আলোকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে টানা চতুর্থ বারের মত শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ‘সিলেট বইমেলা’।

পাঠক সংগঠন ‘প্রথম আলো বন্ধুসভা’ সিলেটের আয়োজনে এই বইমেলা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে আয়োজিত বইমেলায় দেশের স্বনামধন্য প্রকাশনী ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়াও থাকবে কবি, সাহিত্যিক ও লেখকদের সাথে আড্ডা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল ও লোকগানের আসর।

প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে বইপ্রেমী সকলের সবান্ধবে উপস্থিতি কামনা করা হয়েছে।


Related News

Comments are Closed