‘বোন ভাড়া’ দিচ্ছে জাপানি সংস্থা!

বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান বিশ্বায়নের যুগে একাকীত্ব, বিষন্নতা ও নিঃসঙ্গতাবোধ মানুষের জীবনকে আঁকড়ে ধরেছে। বিশ্বের উন্নত দেশগুলোতে এ সমস্যা আরও তীব্র হচ্ছে।
সম্প্রতি জাপানের লাখ লাখ তরুণের মধ্যে নিজেদের গুটিয়ে নেয়ার এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যারা সে দেশের মানুষের কাছে ‘হিকিকমরি’ নামে পরিচিত। সূত্র বিবিসি।
এই একাকীত্ব, বিষন্নতা ও নিঃসঙ্গতাবোধ থেকে মুক্তির উপায় কী তা তাদের পরিবারও জানে না।
এমন সমস্যার সমাধানে ‘সিস্টার ফর হায়ার’ স্লোগান নিয়ে এগিয়ে এসেছে একটি জাপানি সংস্থা। এই সংস্থাটি ওই তরুণদের নিঃসঙ্গতা দূর করতে ‘বোন ভাড়া’ দিচ্ছে।
ওই সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু জাপানিই নয়, বিশ্বের যেকোনও দেশের যেকোনও ব্যক্তি যদি এমন একাকীত্ব, বিষন্নতা ও নিঃসঙ্গতাবোধে আক্রান্ত হন তবে তারা চাইলে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
Related News

তেল ছাড়াই চলবে মোটর সাইকেল!
বিচিত্র ডেস্ক: হু হু করে বেড়েই যাচ্ছে জ্বালানী তেলের দাম। মোটর সাইকেলে ঘুরে বেড়াতে কিংবাRead More

প্রেম কিংবা লিভ টুগেদারে বাধা নেই যে গ্রামে
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ে করেননি, অথচ তার আগেই মেয়েটির সঙ্গে উঠাবসা করছেন কিংবা একসঙ্গে ঘুরছেন,Read More
Comments are Closed