Main Menu

শনিবারের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: অনিবার্য কারণ দেখিয়ে আগামী শনিবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। একইসঙ্গে পরবর্তীতে এই ক্যাম্পেইনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির জাতীয় পুষ্টি সার্ভিসের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. এম ইসলাম বুলবুল বলেন, অনিবার্য কারণে আগামী শনিবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা পরবর্তীতে কবে করা হবে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের জানিয়ে দেওয়া হবে। তবে আশা করছি আগামী সপ্তাহে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে পারে। আমরা পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছি।

প্রতি বছর প্রধানমন্ত্রী নিজে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এতে ১ থেকে ১২ মাস বয়সী শিশুদের একটি ক্যাপসুল খাওয়ানো হয়। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের অন্য একটি ক্যাপসুল খাওয়ানো হয়। এ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগসহ অন্ধত্ব প্রতিরোধে ভূমিকা রাখে।

Share





Related News

Comments are Closed