Main Menu
শিরোনাম
শমশেরনগরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান         বিশ্বনাথে ৯টি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা         বালাগঞ্জে ডাকাতি, গৃহকর্তাসহ আহত ৪         কমলগঞ্জে আবেদনের ৫ মিনিটেই বিদ্যুৎ সংযোগ         বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট: পররাষ্ট্রমন্ত্রী         বিশ্বনাথে ভারতীয় মদসহ আটক ১         তাহিরপুরে চার বছরের শিশুকে ধর্ষণ, আটক ১         গোয়াইনঘাটে ব্রীক ফিল্ডে শ্রমিক নিহত         ফুলতলী (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিলে লাখো মানুষের ঢল         শাবি শিক্ষার্থী প্রতীকের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন         সিলেটগামী বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে, নিহত ৫         লাক্কাতুরা এলাকা থেকে চোলাই মদসহ আটক ২        

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৩২

প্রকাশিত: ৭:৫৯:১১,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ৩৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের চারটি প্রদেশে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩২ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার উত্তরের প্রদেশ কুন্দুজ, বাঘলান, তাকহার ও পশ্চিমের প্রদেশ বাদঘিসের নিরাপত্তা চৌকিগুলোতে এ হামলা চালানো হয়।

কুন্দুজের কালা ই জাল জেলার প্রধান কর্মকর্তা আহমাদ ফাহিম কারলুক জানান, বৃহস্পতিবার ভোরে বিপুল সংখ্যক তালেবান নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এতে ১০ সেনা ও পুলিশ সদস্য নিহত হয়। আহত হয় আরো ১১ জন। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় এখানে ২৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

প্রতিবেশী বাঘলান ও তাকহার প্রদেশে তালেবান সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনীর ১৬ সদস্য নিহত হয়েছে। এখানে তালেবানও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

পশ্চিমের বাদঘিস প্রদেশে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক মুখপাত্র জামশিদ শাহাবি।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করে বলেছেন, এসব হামলায় ব্যাপক অস্ত্রশস্ত্র জব্দ করেছে তালেবান।


Related News

Comments are Closed