Main Menu

প্রশ্নফাঁস রোধই বড় চ্যালেঞ্জ: দিপু মনি

বৈশাখী নিউজ ডেস্ক : প্রশ্নপত্র ফাঁস রোধকেই বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

তিনি বলেন, ‘‘আমাদের নির্বাচনী ইশতেহারে ২১টি অঙ্গীকারের মধ্যে শিক্ষার মানোন্নয়ন অন্যতম। তা অর্জনে আমরা কাজ করব। এ ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস রোধ করা বড় চ্যালেঞ্জ। কিন্তু তা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত।’’

মঙ্গলবার (৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলে শিক্ষামন্ত্রী।

পাশে বসা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে সাথে নিয়ে দিপু মনি বলেন, আমরা চেষ্টা করবো প্রধানমন্ত্রী যে বিশ্বাস-আস্থা রেখেছেন তা রক্ষা করতে। শিক্ষার মান উন্নত করার চ্যালেঞ্জ সারা বিশ্বে আছে। সে চ্যালেঞ্জ অর্জনে আমরা কাজ করে যাবো। আমরা দুজনই কোনও সমালোচনা থাকলে গুরুত্ব সহকারে নেব।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকারকে জনগণ উজাড় করে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তারা বিপুল প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছে। আমরা আমাদের অঙ্গীকার পূরণের চেষ্টা করব।

এসময় উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেন, নির্বাচনের পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্ষমতা না দায়িত্ব। সেই দায়িত্বশীল আচরণ আমরা সবাই করব। ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ করে যাব।

Share





Related News

Comments are Closed