Main Menu
শিরোনাম
শমশেরনগরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান         বিশ্বনাথে ৯টি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা         বালাগঞ্জে ডাকাতি, গৃহকর্তাসহ আহত ৪         কমলগঞ্জে আবেদনের ৫ মিনিটেই বিদ্যুৎ সংযোগ         বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট: পররাষ্ট্রমন্ত্রী         বিশ্বনাথে ভারতীয় মদসহ আটক ১         তাহিরপুরে চার বছরের শিশুকে ধর্ষণ, আটক ১         গোয়াইনঘাটে ব্রীক ফিল্ডে শ্রমিক নিহত         ফুলতলী (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিলে লাখো মানুষের ঢল         শাবি শিক্ষার্থী প্রতীকের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন         সিলেটগামী বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে, নিহত ৫         লাক্কাতুরা এলাকা থেকে চোলাই মদসহ আটক ২        

জেএসসিতে সিলেটে কমেছে পাসের হার ও জিপিএ-৫

প্রকাশিত: ৩:০২:৩৯,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৬৩ বার পঠিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৭৯.৮২। যা গতবার থেকে ৯.৫৯ শতাংশ কম। গতবার পাশের হার ছিলো ৮৯.৪১।

পাসের হাসের সূচকের মতো এবার কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ১ হাজার ৬৯৮ শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৬শ’৩৫ ও মেয়ে ১ হাজার ৬৩জন।

যা গতবারের তুলনায় ৫৯২৩ টি কম। গতবার জিপিএ-৫ পায় ৭ হাজার ৬শ’ ২১ জন পরীক্ষার্থী।

জিপিএ-৫ ছাড়াও সিলেট শিক্ষা বোর্ডের পাসকৃতদের মধ্যে ‘এ’ গ্রেডে পাস করেছে ১৪ হাজার ২১৩ জন, ‘এ মাইনাস’ গ্রেডে পাস করেছে ১৫ হাজার ৩৭৭ জন, ‘বি’ গ্রেডে পাস করেছে ২২ হাজার ৮৬৬ জন, ‘সি’ গ্রেডে ৫৩ হাজার ৩৭৯ এবং ‘ডি’ গ্রেডে পাস করেছে ১১ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী। এছাড়া কৃতকার্য হতে পারেনি ৩০ হাজার ৮৮ জন এবং ১ জনকে বহিষ্কার করা হয়েছিল।

সোমবার দুপুর ১২টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ।

বোর্ডের অধিনে মোট ১ লক্ষ ৪৯ হাজার ৯৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লক্ষ ১৯হাজার ৬ জন। এদের মধ্যে ছেলে ৫০ হাজার ৭শ’ ৩৩ ও মেয়ে শিক্ষার্থী ৬৮ হাজার ২শ’৭৩ জন।

বোর্ডে ছেলেদের পাসের হার ৭৯.৪৭ ও মেয়েদের পাসের হার ৮০.০৮।


Related News

Comments are Closed