Main Menu

ফেসবুকে নির্বাচন নিয়ে অপপ্রচারে যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও গুজব রটনার অভিযোগে সিলেটে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার রাত সোয়া ১১টার দিকে দক্ষিণ সুরমা থেকে ফাহিম বখত শিপু (৩০) নামের ওই যুবককে আটক করা হয়। সে দক্ষিণ সুরমার কদমতলী স্বর্ণশিখা আবাসিক এলাকার ৪৩ নম্বর বাসার মৃত মোজাম্মিল বখতের ছেলে।

বৃহস্পতিবার তাকে আটকের বিষয়টি জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, শিপু একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ধরণের অপপ্রচার চালাচ্ছিল। এছাড়া দেশের গণ্যমান্য ব্যক্তিদের ছবি এডিট করে ব্যাঙ্গ করে ফেসবুকে প্রচার করছিল। এসব অপপ্রচার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই শিপুকে আটক করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।


Related News

Comments are Closed