ভিকারুননিসার ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
প্রকাশিতকাল: ৪:৩২:৪৫, অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৮, সংবাদটি পড়েছেন ৮৯ জন
বৈশাখী নিউজ ডেস্ক : শিক্ষার্থীর আত্মহত্যাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
বুধবার প্রতিষ্ঠানটির গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুশতারী সুলতানা সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিকারুননিসার সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে ক্লাস-পরীক্ষার সময় এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
অভিভাবকদের ডেকে অপমানের জের ধরে সোমবার দুপুরের দিকে ভিকারুননিসার প্রভাতী শাখার নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী (১৫) রাজধানীর শান্তিনগরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার আত্মহননের ঘটনায় মঙ্গলবার থেকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে মুশতারী সুলতানা বলেন, ‘অরিত্রী ওদের সহপাঠী ছিল, তাই ওরা মর্মাহত। এ অবস্থায় তারা পরীক্ষায় বসতে পারবে না, আমরাও মর্মাহত। মেয়েদের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থানায় ‘আত্মহত্যার প্ররোচণাকারী’ হিসেবে তিনজনের বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা। মামলার আসামিরা হচ্ছেন অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা।
Related News

জাবি প্রশাসনে আসছে নতুন ৫ মুখ
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লাইব্রেরি ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালকসহ গুরুত্বপূর্ণ ৫টিRead More

আম্বরখানা গার্লস স্কুলে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা!
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি এসএসসি পরীক্ষায় চরম দায়িত্বহীনতার পরিচয় দিল সিলেট নগরীর আম্বরখানা গার্লস স্কুলRead More
Comments are Closed