Main Menu

তাহিরপুর মুক্ত দিবস আজ

তাহিরপুর প্রতিনিধি : আজ ৪ ডিসেম্বর তাহিরপুর উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১সালের এই দিনে দেশ মাতৃকার মুক্তির টানে বাংলার দামাল ছেলেরা জীবন বাজি রেখে পাকিস্তানী বাহিনীকে তাহিরপুর উপজেলা থেকে বিতাড়িত করে।

তাহিরপুর উপজেলা ৫নং সেক্টরের ৪নং সাব সেক্টরের বড়ছড়া, টেকেরঘাট এর অধিনে ছিল বলে জানান তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রৌজ আলীসহ অনেকেই।

১৯৭১ সালের এই দিনে উপজেলা সদরে অবস্থানরত পাকিস্তানী হানাদাররা শেষ বারের মত বিভিন্ন পরিকল্পনা করে। কিন্তু এলাকা থেকে এর আগেই পাকিস্তানী হানাদার বাহিনীর আক্রমণ প্রতিহত করতে সবাই একত্রিত হয়ে ঝাপিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। নিজেদের করুন পরিণতির কথা ভেবে হানাদাররা পালিয়ে যায়। এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় আনন্দ মিছিল, মিছিলে মুখোরিত হয়ে উঠে সারা উপজেলা।

তাহিরপুর উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র‌্যালী,আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed