Main Menu

সিলেটে ৩০১ পিস ইয়াবাসহ আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৩০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হচ্ছে- নগরীর ১২৬ হলিভিউ, শামীমাবাদ, কানিশাইল মজুমদার পাড়ার তোতা মিয়ার ছেলে আরমান আহমদ (২৮), শামীমাবাদ রফিক মিয়ার কলোনীর বাসিন্দা দুলাল আহমদের ছেলে সবুজ আহমদ (২০) এবং নগরীর ৬৮ মিরের ময়দানের বাসিন্দা মো: হেলু চৌধুরীর ছেলে শামীম আহমদ সজিব (২৫)।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ডিবি পুলিশের একটি টিম এসআই (নিঃ) মোহাম্মদ জানু মিয়ার নেতৃত্বে নগরীর কানিশাইল মজুমদার পাড়ার রজব আলী মিয়ার কলোনীতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে বলে এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


Related News

Comments are Closed