Main Menu

সারা দেশে ৩০৫৬টি মনোনয়নপত্র দাখিল

বৈশাখী নিউজ ডেস্ক : একাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রতি আসনে গড়ে ১০ জন প্রার্থী হতে যাচ্ছেন।

বুধবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান ৩০০ আসনে ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে অনলাইনের আবেদন হয়েছে ৩৯টি।

এবার কোনো আসনে একক প্রার্থী নেই। সবচেয়ে কম প্রার্থী মাগুরা-২ আসনে দুজন। সর্বোচ্চ আবেদন জমা পড়েছে ঢাকা-৮ আসনে ২২টি।

বিভাগ অনুযায়ী রংপুরে ৩৬১টি, রাজশাহী ৩৫৩টি, খুলনা ৩৫১টি, বরিশাল ১৮২টি, ময়মনসিংহে ২৩৬টি, ঢাকায় ৭০৮টি, সিলেটে ১৭৭টি, চট্টগ্রামে ৬৮৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।

অনলাইনে ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে পূর্ণাঙ্গভাবে ফরম পূরণ করেছে ২৩টি; এগুলো সঠিক রয়েছে।

বাকি ১৬টিতে অপূর্ণাঙ্গ তথ্য রয়েছে বলে ইসি সচিব জানান। ফলে বাছাইয়ে এগুলো বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

এই ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র ২ ডিসেম্বর বাছাই হবে। এরপর কেউ যদি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান তাদের জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় থাকছে। এরপর প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার। ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।


Related News

Comments are Closed