Main Menu

ভারতে বাস খালে পড়ে শিশুসহ ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে অন্তত ২৫ জন মারা গেছেন। নিহতদের বেশিরভাগই স্কুল ফেরত শিশু।

শনিবার মান্দিয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।

কর্ণাটক রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জি. পরমেশ্বর বলেন, শনিবার দ্রুতগতির বাসটি পান্দাভাপুরা থেকে মান্দিয়া জেলায় যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খালে পড়ে পুরোপুরি ডুবে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার স্থানটি কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুর ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

ভারতীয় বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, নিহতদের মধ্যে অধিকাংশই স্কুল থেকে বাড়ি ফেরা শিশু।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।

প্রসঙ্গত, প্রতিবছর ভারতে সড়ক দুর্ঘটনায় দেড় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়।


Related News

Comments are Closed