Main Menu

খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তাদির জামিনে মুক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত।

রোববার বিকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি জানিয়েছেন নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক।

এর আগে গত ২৪ অক্টোবর বুধবার সন্ধ্যায় সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা থেকে ফেরার পথে নগরীর উপশহর থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

পরদিন কোতোয়ালি থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই দিনে মহানগর পুলিশের জালালাবাদ থানার আরেকটি মামলায় পুলিশ তাকে শ্যোন অ্যারেস্ট দেখায়।

আদালত দুটি মামলায় তার জামিন মঞ্জুর করলে রোববার সন্ধ্যায়ই তিনি কারাগার থেকে মুক্তি পান।

Share





Related News

Comments are Closed