Main Menu

সিলেটে সমাবেশের অনুমতি পায়নি ঐক্যফ্রন্ট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে অান্দোলনের অংশ হিসেবে ২৩ অক্টোবর সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সমাবেশের অনুমতি পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট।

সিলেটে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার পাঁচ বিএনপি নেতা এসএমপি কমিশনার গোলাম কিবরিয়ার সাথে দেখা করে সমাবেশের অনুমতি চান। বৃহস্পতিবার এসএমপি’র পক্ষ থেকে সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি বিএনপি নেতাদের জানিয়ে দেয়া হয়।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া আমাকে ফোন করে জনসভা না করার অনুরোধ করেছেন। ঐক্যফ্রন্টের নেতাদের বিষয়টি জানানো হয়েছে।’

তবে শেষ পর্যন্ত পুলিশ শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে ৭ দফা ও ১১ দফা লক্ষ্য নিয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়। গত মঙ্গলবার এই জোটে আনুষ্ঠানিক প্রথম বৈঠকে আগামী ২৩ অক্টোবর সিলেটে হয়রত শাহ জালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত এবং সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছিলো।

 

 

Share





Related News

Comments are Closed