Main Menu

শাবিতে ভর্তি পরীক্ষা শনিবার

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৭জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়সহ নগরীর মোট ৫৩টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শামসুল হক প্রধান। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসোইটে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ ইউনিটের এবং বেলা আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, বিজ্ঞান ও মানবিক অনুষদের মোট ১৬০৩ টি অাসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট ৭৬১৫৯ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনে লড়াই করবে ৪৭ জন।

মানবকি অনুষদের এ ইউনিটে ৬১৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৮৮৪০জন শিক্ষার্থী, আর বিজ্ঞান অনুষদের বি-১ ইউনিটে ৯৬০টিন আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৩৯৩০ জন শিক্ষার্থী।

সে হিসেবে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা দাঁড়ায় ৪৭ জন এবং বি ইউনিটে ৪৫ জন।

বি-২ ইউনিটে অর্কিটেকচার বিভাগের ৩০ টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৩৩৮৯ জন শিক্ষার্থী, যা প্রতি আসনের বিপরীতে দাঁড়ায় ১১২জন।

এছাড়া মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র-নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, বিকেএসপি, পোষ্য, চা শ্রমিক কোটায় আরও ১০০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে বলে জানান শামসুল হক প্রধান।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission ভিজিট করতে করতে বলা হয়েছে। এছাড়া ১৬২৪২ নম্বরে এসএমএস করে আসন বিন্যাস জানা যাবে।

এসএমএস করার নিময়

SUSTSEATPLANUSER ID< space >Admission Roll লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করতে হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব জহীর উদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে আমাদের সকল প্রস্তুতি শেষ। আশা করি আমরা ভালভাবে ভর্তি পরীক্ষার কাজ শেষ করতে পারব।

Share





Related News

Comments are Closed