বাংলাদেশে দ্রুত বাড়ছে ‘অতি ধনী’ মানুষের সংখ্যা
প্রকাশিতকাল: ৭:১৩:০৬, অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৮, সংবাদটি পড়েছেন ২০২ জন
বৈশাখী নিউজ ডেস্ক: অতীতেও বহু গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের সম্পদশালীরা আরও সম্পদের মালিক হচ্ছে, আর গরিব হচ্ছে আরও গরিব। দেশের খেটে খাওয়া সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাগ্যের কোনও পরিবর্তন যেমন হচ্ছে না, বিপরীতে ধনবানরা টাকার পাহাড় গড়ে তুলছেন।
সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথএক্সের প্রতিবেদনে বাংলাদেশের সম্পদশালীদের নিয়ে উঠে এসেছে অবাক করার মতো তথ্য। যেখানে গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে- দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকায় চীন-যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশের পুঁজিপতিরা।
ওয়েলথএক্সের প্রতিবেদনে বলা হয়েছে, গেল ৫ বছরে বাংলাদেশে ধনীরা সম্পদ বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে। যেখানে ভারত ও হংকংয়েও উল্লেখযোগ্য সংখ্যক সম্পদশালীর দ্রুত বাড়ছে সম্পদের পরিমাণ। কিন্তু তাদেরকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশি ধনীরা।
নিজস্ব ‘ওয়েলথ অ্যান্ড ইনভেস্টেবল অ্যাসেটস মডেল’ ব্যবহার করে এমন প্রতিবেদন তৈরি করেছে ওয়েলথএক্স। যে মডেলটি ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত মোট সম্পদের আনুমানিক তথ্য সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে গেল সপ্তাহে প্রকাশিত ‘ওয়ার্ল্ড আলট্রা ওয়েলথ রিপোর্ট ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে ধনকুবেরদের সামগ্রিক সম্পদের বার্ষিক প্রবৃদ্ধি ১৭ দশমিক ৩ শতাংশ। আর ধনীদের সম্পদ প্রবৃদ্ধির এ হারের সুবাদে ওয়েলথএক্সের তৈরি তালিকায় শীর্ষ দশের প্রথম স্থানটি দখলে নিয়েছে বাংলাদেশ।
এ তালিকায় শীর্ষ দশের মধ্যে বাংলাদেশের পরেই দ্বিতীয় অবস্থানে আছে চীন। চীনে ধনীদের সম্পদ বৃদ্ধির বার্ষিক হার ১৩ দশমিক ৪ শতাংশ।
এছাড়া তালিকার তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের ধনীদের সম্পদ বৃদ্ধির হার ১২ দশমিক ৭ শতাংশ। পঞ্চম স্থানে থাকা প্রতিবেশী ভারতের ধনীদের বার্ষিক ১০ দশমিক ৭ শতাংশ হারে সম্পদ স্ফীত হচ্ছে।
গবেষনা প্রতিবেদনে ষষ্ট অবস্থানে থাকা হংকংয়ের ধনীদের সম্পদ বাড়ছে বার্ষিক ৯ দশমিক ৩ শতাংশ হারে। তালিকায় ৭ নম্বরে থাকা আয়ারল্যান্ডের ধনীদের বার্ষিক সম্পদ বৃদ্ধির হার ৯ দশমিক ১।
এছাড়া ইসরাইলের ৮ দশমিক ৬, পাকিস্তানের ৮ দশমিক ৪ ও যুক্তরাষ্ট্রের ধনীরা ৮ দশমিক ১ শতাংশ হারে নিজেদের সম্পদ বৃদ্ধি করছে।
Related News

আরও ৩ নতুন ব্যাংক অনুমোদন পেল
বৈশাখী নিউজ ডেস্ক: আরও তিনটি নতুন ব্যাংককে কার্যক্রম শুরু করতে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।Read More

৬ ব্যাংক থেকে টাকা পাঠানো যাবে বিকাশে
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ছয়টি বেসরকারি ব্যাংক থেকে গ্রাহকরা এখন বিকাশে টাকা পাঠাতে পারবেন। বিকাশRead More
Comments are Closed