Main Menu

৪ জেলায় আরও চার মেডিকেল কলেজ হচ্ছে

বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নতুন আরও ৪টি মেডিকেল কলেজ চালুর প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

রবিবার (২৬ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারীতে এই চারটি মেডিকেল কলেজ করা হবে বলেও সাংবাদিকদের জানান মো. নাসিম।

তিনি আরও জানান, এই চারটির বাইরেও চাঁদপুরে মেডিকেল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াইশ শিক্ষার্থী নতুন অনুমোদিত চার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। ইতোমধ্যে এ ব্যাপারে কার্যক্রম শুরু হয়েছে।’

Share





Related News

Comments are Closed